
দীর্ঘ ১৫ বছর পর নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি পদে মো. আহাদুজ্জামান বাটু (চশমা), সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা), সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম (টিউবওয়েল) নির্বাচিত হয়েছেন। অপরদিকে পৌর বিএনপির সভাপতি পদে মো. মিলু শরিফ (দোয়াত কলম), সাধারণ সম্পাদক পদে মশিয়ার রহমান সান্টু (মোমবাতি), সাংগঠনিক সম্পাদক পদে এসএ সাইফুল্লাহ মামুন (মাছ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, উপজেলা বিএনপির ৮৫২ জন সদস্যের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জন সদস্যের মধ্যে ৪১৬ জন ভোট দেন। দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মীর সমর্থকরা দারুণ উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করা হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগেরসহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]