
ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বাসের ধাক্কায় রাশেদ মিয়া নামের এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সে শহরের উদয়পুর গ্রামের রকিব উদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সকালে শহর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন রাশেদ মিয়া। পথিমধ্যে কলাহাট এলাকায় পৌছালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে বরিশালগামী নাজ পরিবহনের যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানা হেফাজতে নেয়।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]