
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে ৯টি দোকান দখলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএনপি নেতা আমির আলী তালুকদার।
২৫ অক্টোবর, শুক্রবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লিখিত বক্তব্য পাঠ করেন আমীর আলী।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় তার বিরুদ্ধে ৯টি দোকান দখলের অভিযোগ তুলে মাহমুদুল হাসান শুভ যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
ওই জমি পৈত্রিক সূত্রে আমার (আমির আলীর)। দোকানসহ ওই জমি মাহমুদুল হাসান শুভ’র পিতা আওয়ামী লীগ নেতা প্রয়াত সাহাবুদ্দিন তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছিলেনৃ। সেই বেদখল হওয়া জমি ও দোকানগুলো তিনি গত ৫ আগষ্ট বিকেলে পুনরুদ্ধার করেছেন।
তিনি আরো বলেন, এখানে দলীয় প্রভাব বা দলের নেত্রী বা কারো ছবি সংবলিত সাইনবোর্ড ব্যাবহার করা হয়নি।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]