মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত ৮৬ আশ্রয়কেন্দ্র
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:৫০
মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত ৮৬ আশ্রয়কেন্দ্র
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের মো‌রেলগ‌ঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় জনজীবনে শঙ্কা বিরাজ করছে। উপ‌জেলার নদী তীরবর্তী এলাকায় বসবাস করা মানুষের মাঝে নতুন করে ঝড়ের শঙ্কা দেখা দিয়েছে।


এদিকে, উপজেলা প্রশাসন দানা মোকাবিলায় প্রস্তু‌তিমূলক সভা করেছে। সভায় সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল, কন্ট্রোল রুম স্থাপন, মেডিকেল টিম গঠন, উদ্ধার কাজের জন্য স্বেচ্ছাসেবক দল গঠন, শুকনো খাবার মজুদসহ উপজেলায় ৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে।


২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকা‌লে উপজেলা পরিষদ মিলনায়ত‌নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপ‌তিত্ব ক‌রেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।


সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শর্মী রায়, সেনাবাহিনীর কর্মকর্তা মো. আব্দুল্লাহ, থানার ওসি (তদন্ত) মো. নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবিরসহ সকল দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনু‌ষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, জামায়াত আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, সাংবাদিক গণেশ পাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তামিম ইকবাল প্রমুখ বক্তব‌্য দেন।


বিবার্তা/রাজীব/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com