
হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ৩৩ মামলার আসামি গোপালগঞ্জের রনি সিকদার ওরফে মুতকুরা রনিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর, বুধবার রাতে শহরের বীণাপাণি স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রনি গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার মাসুদ সিকদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত রনি সিকদার ওরফে মুতকুরা রনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে একটি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা ছাড়াও ২টি ডাকাতি, ৩টি চাঁদাবাজি, মারামারি মামলা ১০ টি এবং মাদক মামলা রয়েছে ১৬টি। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
বিবার্তা/শান্ত/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]