
নড়াইলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় ও নড়াইল কালেক্টরেট স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, জেলার মোট ৮০৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৯৬৪টি কেন্দ্রের মাধ্যমে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির (১০-১৪) বছর বয়সী ছাত্রী / কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ক্যাম্পেইনের আওতায় ৩৭ হাজার তিনশত ৯১ জনকে এ টিকা দেওয়া হবে।
রেজিস্ট্রেশন ছাড়া কাউকে এ টিকা দেওয়া হবে না। ১৮ দিনের মধ্যে ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮দিন বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এ টিকা দেয়া হবে। এ টিকায় কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
এ বিষয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইডের সদস্য রেজিস্ট্রেশনসহ সকল বিষয়ে সহায়তা করার জন্যও বলা হয়েছে।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]