
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের প্রয়াত এক নেতার ৯টি দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে আমির আলী তালুকদার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
২৩ অক্টোবর, বুধবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের ছেলে ভুক্তভোগী অ্যাডভোকেট মাহামুদুল হাসান এ অভিযোগ করেন।
মাহামুদুল হাসান তার লিখিত অভিযোগে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে গত ৫ আগষ্ট দোকানগুলো দখল করে নেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদার।
তিনি আরও বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর ওইদিন বিকেলে বিএনপি নেতা আমীর আলী তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে ৯টি দোকান দখল করে নেয়। ওইদিনই সেখানে বিএনপির অফিস করার কথা বলে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুঁতে দেয় এবং দোকানগুলোতে তালা মেরে রাখে।
দুদিন পরে সাইনবোর্ডটি ফেলে দিয়ে একটি দোকানে নতুন ভাড়াটে তুলে দেয়। অপর ৮টি দোকানের ভাড়াটিয়াদের নিকট থেকে ভাড়ার টাকা আদায় করতে শুরু করে।
তিনি আক্ষেপ করে আরও বলেন, বিএনপির অফিস করার জন্য প্রয়োজন হলে জমি লিখে দিবে। নেত্রীর ছবিওয়ালা সাইনবোর্ড পুঁতে কেন দখল করা হচ্ছে?
এ বিষয়ে বিএনপি নেতা আমীর আলী তালুকদার বলেন, শর্ত ভঙ্গ করে দখলে রাখা জমি ও দোকান তিনি ফিরিয়ে নিয়েছেন। ভাড়াটিয়ারা তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এখানে জোরপূর্বক দখলের কিছু হয়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল বলেন, পারিবারিক সমস্যা থেকে দোকান দখলের ঘটনাটি ঘটেছে। দল এটা সমর্থন করেনা।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]