
দেশে নারীরা যত ধরনের ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার। প্রতি বছর লাখে ১১ জন নারী এ ক্যান্সারে আক্রান্ত হন। আর বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৫ হাজার নারী।
সেই লক্ষ্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামীকাল ২৪ অক্টোবর শুরু হওয়া এ টিকাদান কার্যক্রম চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
চুয়াডাঙ্গায় এবার ৫১ হাজার ৭৯২ জন স্কুল ছাত্রীদের এইচপিভি টিকা দেওয়া হবে। ইতোমধ্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শেষ করা হয়েছে। আর টিকাদান কর্মসূচির শেষ দিন পর্যন্ত মাইকিং কার্যক্রম চলবে।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান জানান, এবার চুয়াডাঙ্গায় এইচপিভি টিকার মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ হাজার ৭৯২ জন ছাত্রীর। এর মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীর সংখ্যা ৫০ হাজার ৭৭৬ জন। স্কুল বহির্ভূত সংখ্যা ১ হাজার ১৬ জন।
এ লক্ষ্যে জেলায় আউটরিচ টিকাদান কেন্দ্র করা হয়েছে ৮৯৬ টি। যেখানে মোট স্থায়ী কেন্দ্র করা হয়েছে ৮ টি। এই টিকাদান কর্মসূচি সফল করতে সরকারি ও বেসরকারি ২৯০ জন কর্মী কাজ করবেন। যেখানে ১ম সারির তত্ত্বাবধায়ক হিসেবে থাকবে ১১৮ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর দেশের অন্তত ৯৫ শতাংশ কিশোরীকে এইচপিভি টিকার আওতাভুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের। সে লক্ষ্যে এবার কওমি মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো থেকে সহায়তা পাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। টিকা নিলে কিশোরীরা সুস্থভাবে বাঁচতে পারবে।
বিবার্তা/আসিম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]