
রাজধানীর তেজগাঁও এলাকায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে মোহাম্মদ ইমরান হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২১ অক্টোবর, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রবিবার (২০ অক্টোবর) রাতে এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি দেন।
নিহত ইমরান হোসেনের ভাই মোহাম্মদ সুমন মিয়া বলেন, আমার ভাই মিরপুর বাংলা কলেজের ইন্টার মিডিয়েটের শিক্ষার্থী ছিল। গত রাতে বাদশা নামের এক সন্ত্রাসী আমাদের বাসা থেকে ফোনে তেজগাঁও ১৭ নং গলিতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ওর চিৎকারে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। পরে তার অবস্থার অবনতি হলে তৎক্ষণাৎ (আইসিইউ) তে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর (সোমবার) সকালে মারা যায় সে।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা কাদিরাবাদ গ্রামে। তার পিতা হলেন মোহাম্মদ মিজান মিয়া। বর্তমানে তেজগাঁওয়ের গ্রিন রোড ৭৩/ ক বাসায় পরিবারের সাথে থাকেন। চার ভাই, দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]