
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
২১ অক্টোবর, সোমবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ভুক্তভোগী ফরিদা বেগম, শাহাদত হোসেন, রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ খান এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। এছাড়া তার বাহিনী দিয়ে কামলা, গড়ঘাট এলাকার বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নেতা ওয়াদুদ খানের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তার গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর পক্ষে ওই এলাকার কবির মোল্লা বাদি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাধারণ মানুষের নির্যাতনকারী ওয়াদুদ খানকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]