নড়াইলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১১
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৬:১৩
নড়াইলে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১১
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলায় নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামের ইছামতির বিলে ভেসাল জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


১৯ অক্টোবর, শনিবার ভোররাতে লোহাগড়া থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে দু’পক্ষের ১১জন আটক করেছে।


আটককৃতরা হলেন, চর বালিদিয়া গ্রামের মো. রউফ মোল্যা (৫৮), বশির মোল্যা (৬৫), ছবেদ আলী (৬২), মো. শফিকুল ইসলাম (৪০) মো. সুমন মিয়া (৪৫), রাজু মুন্সী (৩৪), মো. ইউনুস মোল্যা (৬০), আলাউদ্দিন (৩৮), মো. আশিক মোল্যা (২৫), মো. সজল মোল্যা (৩০), মো. জিল্লুর রহমান (৪১) সহ প্রমুখ।


উল্লেখ্য, উপজেলার নলদী ইউনিয়নের চর বালিদিয়া গ্রামের মাতুব্বর লিটন মোল্যা ও আবুল মুন্সির গ্রুপের সাথে শহিদুল ও পাখি মোল্যার গ্রুপের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে ইছামতি বিলে ভেসাল জাল পাতাকে কেন্দ্র করে পাখি মোল্যা সমর্থিত শাহাবুদ্দিন মোল্যার সাথে আবুল মুন্সি সমর্থিত হেলাল মুন্সির কথা কাটাকাটি হয়। উভয়পক্ষের লোকজন রাতে ঢাল-সরকি জোগাড় করে। পরদিন সকালে স্থানীয় চর-বালিদিয়া বাজারে দু’পক্ষের লোকজন ঢাল-সরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।


লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com