
ঝিনাইদহে ফলবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
১৮ অক্টোবর, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের তাসলিমা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। অঞ্জনা আক্তার যশোর চুড়ামনকাটির বাসিন্দা। তিনি ঝিনাইদহের হামদহ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রিক্সায় করে শহরের চাকলাপাড়া যাওয়ার সময় তাসলিমা ক্লিনিকের সামনে রিক্সা সাইড দেওয়ার সময় সে রিক্সা থেকে পড়ে যায়। এমন সময় একটি ফলবোঝাই পিকাপ অঞ্জনাকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত অঞ্জনা আক্তারের মা বলেন, আমার মেয়ের ২টি ছেলে সন্তান আছে, কয়েক মাস আগে আমার মেয়ের ডিভোর্স হয়েছে, এখন মা ও মারা গেল ছেলে দুটি এতিম হয়ে গেল। পরে ঝিনাইদহে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ট্রাক এবং চালককে আটক করেছে। নিহত অঞ্জনা আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । পরিবারের লোকজন বাদী হলে নিয়মিত মামলা করা হবে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]