
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে শুরু হয়েছে লালন তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের স্মরণোৎসব।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় লালন একাডেমির আয়োজনে আখড়াবাড়ির বাইরে কালী নদীর পাড়ঘেঁষা মূল মঞ্চে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতারের সভাপতিত্বে সেখানে অতিথিরা বক্তব্য দেন।
বাউল ও লালন একাডেমির শিল্পীরা সেখানে মধ্যরাত পর্যন্ত লালনের গান পরিবেশন করেন। কালী নদীর তীরে বিশাল মাঠে কয়েক শত অস্থায়ী দোকান বসেছে। গান শোনার ফাঁকে সেখানে মানুষ কেনাকাটা করছেন।
আখড়াবাড়ির (বারামখানা) ও মেলার মাঠ চত্বর কোথাও যেন তিল পরিমাণ জায়াগা ফাঁকা নেই। লালন সাধু ভক্তদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয়েছে। সন্ধায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ার বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার প্রাঙ্গনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
গুরু শিষ্যের ভাব বিনিময় ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবসের সাধুসঙ্গ।
১৮ অক্টোবর, শুক্রবার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণ সভার মধ্যদিয়ে এ সাধুসঙ্গ শেষ হবে বলে জানান বয়োজ্যেষ্ঠ হৃদয় সাধু।
তাঁর ভাষ্য, লালন শাহের প্রতি প্রেম-ভালবাসার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ছুটে এসেছেন। তাদের পদচারণায় মুখরিত আখড়াবাড়ি মিলন মেলায় পরিণত হয়েছে।
সাধু-ভক্তরা বলেন, এ বছর উৎসব শুরুর সপ্তাহখানেক আগে থেকে প্রচুর মানুষ আসছে । শুরুর দিনে পা ফেলার জায়গা ফাঁকা নেই। মায়ার টানে, আত্মার টানে সাধু-ভক্তরা ছুঁটে আসছেন। আখড়াবাড়ি প্রাঙ্গণ বাদ্যযন্ত্র ও গানে গানে মুখর হয়ে উঠছে।
লালন শাহের মাজারের সহকারী খাদেম রিপন শাহ বলেন, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী লালন সাঁইজি প্রচার করে গেছেন তার জীবদ্দশার তা আজও ফাল্গুন ধারার মত প্রবাহমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী লালন উৎসব ও মেলা উদ্বোধন অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের দায়িত্ব নিবেন সরকার। ছাত্র-জনতা আন্দোলনে যে সকল ভাই বোনরা রক্ত দিয়ে নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে লালন গবেষক এবং ছাত্র-জনতা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় আহত যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]