ঝিনাইদহে দোয়া চেয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ২৩:৫১
ঝিনাইদহে দোয়া চেয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ আওয়ামী লীগকে চির বিদায় জানিয়েছেন। দোয়া চেয়ে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।


বুধবার (১৬ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরে সাংবাদিকদের তিনি পদত্যাগের বিষয়টি জানান। এ সময় তিনি তার অসুস্থতার কারণে সবার কাছে দোয়াও চেয়েছেন।


আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে তার সম্পর্ক থাকবে না বলেও জানিয়েছেন তিনি।


আশরাফুল ইসলাম জানান, ‘আমি একজন হার্টের রোগী। আমার কিছুদিন আগের বাইপাস সার্জারি করা হয়েছে। দীর্ঘদিন রোগে আক্রান্ত থাকার কারণে এখন আমি খুবই অসুস্থ। সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আওয়ামী লীগের দলের সঙ্গে আমার আর কোনো সংযোগ নেই।


তিনি আরও বলেন, ‘আমি সংগঠন থেকে চিরতরে অব্যাহতি নিলাম। রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। আমি আর কোনো রাজনীতির সঙ্গেই যাব না। স্বাভাবিক জীবনযাপন করতে চাই। যে’কয়দিন বেঁচে আছি সবার কাছে দোয়া প্রার্থী। আমি অসুস্থ মানুষ, যেন ভালো থাকতে পারি।


উল্লেখ্য, আশরাফুল ইসলাম আশরাফ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে দলের মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। তার নামে নাশকতাসহ একাধিক মামলাও রয়েছে।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com