
সাভারের আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ১২ অক্টোবর, শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।
১৩ অক্টোবর, রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আশুলিয়ায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৬ জন যুবককে আটক করে যৌথ বাহিনী। পরে দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া আরেক ঘটনায় সাতজনকে বিভিন্ন অপরাধে আটক করেছে পুলিশ।
অপরদিকে বিভিন্ন অপরাধের অভিযোগে ঢাকার ধামরাই থানা পুলিশ ২৬জনকে আটক করেছে।
বিবার্তা/বাশার/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]