
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর, রবিবার সকাল দশটায় বাংলাহিলি এসএসডি গোডাউন মোড় থেকে বিভিন্ন স্লোগানে উত্তর বঙ্গের বৃহত্তম হিলি আল আজিজিয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাজার ও বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ নবীজিকে নিয়ে কটূক্তি এবং বিজেপি সাংসদ নিতেশ রানের সমর্থনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]