
ভারতে খালার বাড়িতে থেকে চিকিৎসা শেষে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
একইভাবে গত ৬ মাস আগে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন আটক মিজানুর রহমান।
২৮ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকা দিয়ে নিজ দেশে প্রবেশের সময় বিজিবি তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী।
আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী বলেন, আটক মিজানুর রহমানের স্বীকার উক্তি মোতাবেক চলতি বছরের ২১ মার্চ (৬ মাস) আগে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গংগারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করে মিজানুর। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে তাকে ক্যাম্পে নিয়ে আসে। এসময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]