বালিয়াকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪
বালিয়াকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নুসহ (৫২) তিনজনকে গ্রেফতার করে।


এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নু ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ গ্রুপের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭জন আহত হয়।


সংবাদ পেয়ে ক্যাপ্টেন মো. এনামুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সংঘর্ষে জড়িত থাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে খোন্দকার মশিউল আলম চুন্নুসহ ৩ বিএনপির কর্মীকে গ্রেফতার করে। আটককৃতদের মধ্যে ২জন সংঘর্ষে আহত হওয়ায় তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা করা হয়। গ্রেফতারকৃত ৩জন থানা হেফাজতে রয়েছে।


যৌথবাহিনী সূত্র জানায়, মশিউল আলম চুন্নু সংঘর্ষে আহত হয়ে বালিয়াকান্দি হাসপাতালে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি হতে বলে। কিন্তু সে গ্রেফতার এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করে নিজ বাড়ির পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে। এ সময় সে নিজেকে ভিন্ন নামে পরিচয় দেয়। কিন্তু যৌথবাহিনী তার পরিচয় নিশ্চিত হয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


যৌথবাহিনী আরো জানায়, সংঘর্ষের ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী টহল ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।


বিবার্তা/মিঠুন/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com