
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।এ ঘটনার পর থেকে বালিয়াকান্দিতে থমথম অবস্থা বিরাজ করছে।
২৭ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বালিয়াকান্দি বাজারে এ ঘটনা ঘটে।আহতরা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের হাসেম ভুইয়ার ছেলে জাহিদুল ভুইয়া (৪৭),বাদশা মোল্লার ছেলে বিটু মোল্লা (৪০),মশিউর আজম চুন্নু (৫২) ,রুবেল মোল্লা (৩২), কালু মিয়ার ছেলে লিটন, সাইদ সিকদারের ছেলে আরিফ শিকদার, ওসমান শেখ।
জানা গেছে, রাজবাড়ীতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু ও জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হারুন গ্রুপের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব বিদ্যমান।আজ বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কে লাঞ্চিত করে নাসিরুল হক সাবু গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনা জানাজানি হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার পরে বালিয়াকান্দি বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। তবে এখন পরিবেশ শান্ত আছে। আমিসহ আমার ফোর্স ঘটনা স্থলে আছি।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]