
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্য উপজেলা জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে ইসলামী ছাত্র শিবির ও যুব বিভাগের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে ইসলামী ছাত্র শিবির ও যুব বিভাগের সমন্বয়ে টিম গঠন করা হয়।
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এই টিম কাজ করবে জানান নেতৃবৃন্দ।
হাকিমপির উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক আমীর মো. আনোয়ারুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুব বিভাগের আহবায়ক মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আহবায়ক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আলহাজ হোসেন প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভা ও টিম গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপংকর শাহা রিপন, সাংগঠনিক সম্পাদক সুপথ চন্দ্র শীল, পৌর কাউন্সিলর ও চন্ডিপুর সার্বজনীন দূর্গা হমন্দিরের সভাপতি অলক কুমার বসাক মিন্টু, গোহাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি জনার্দন চন্দ্র, গণেশ চন্দ্র, দক্ষিণ শাহজাদপুর সার্বজনীন দূর্গা মন্দিরে সেক্রেটারি নয়ন চন্দ্র, জাংগই সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ভূবেন চন্দ্র, সুবীর চন্দ্র মাষ্টারসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় আসা বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ বলেন, নিঃসন্দেহে জামায়াতে ইসলামীর এটি একটি ভালো উদ্যোগ। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা সংখ্যালঘুরা অনেকটা আতংকে আছি। অনেক গ্রামে গত ৫ আগস্টের পরে রাত্রিকালীন মন্দিরসহ গ্রাম পাহারার ব্যবস্থা করেছি। এমন অবস্থায় উনারা আমাদের পাশে অবশ্যই আমাদের মনোবল ও সাহস বাড়বে।
অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা দক্ষিণের সাংগঠনিক আমীর মো. আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সম্প্রতির দেশ আর বাংলাদেশ জামায়াতে ইসলামীও চায় শান্তি। তাই হিন্দু সম্প্রদায়ের ভাইদের শারদীয় দূর্গা উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নিশ্চিন্তে উদযাপন করতে পারে সেই লক্ষ্য কেন্দ্রীয় দিক নির্দেশনা মোতাবেক এই টিম গঠন করা হয়েছে। আমাদের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক (হাকিমপুর,বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার থানায় এই টিম গঠন করা হচ্ছে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]