
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে আটক হওয়া বিএসএফ সদস্য উৎপল কুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চকসীবানন্দ ক্যাম্পের সদস্য।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চান্দেরহাট সীমান্তের ৩৩৪ নম্বর পিলার এলাকায় বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম।
এর আগে সকালে চান্দেরহাট সীমান্তের ৩৩৪ এর ৬ নম্বর পিলার এলাকা দিয়ে কোন ধরনের আলোচনা ছাড়াই দুজন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে একজনকে আটক করে টহলরত বিজিবি সদস্যের কাছে হস্তান্তর করে। অপর বিএসএফ সদস্য পালিয়ে যায়।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]