
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদরের শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির ইসলাম (১৪) ও বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।
এদিকে বজ্রপাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আহতরা হলেন- সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ফারুক (১৫), একই ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে ফরিদ (১৫) ও গৃহবধূ ফজিলা বেগম (৩৫)।
অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতে আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৭ বছর বয়সী শিশু রুমান, ১৩ বছর বয়সী কিশোর রানা, ১০ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৮ বছর বয়সী শিশু ফয়সাল ও উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা ৪৫ বেগম।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, প্রচণ্ড তাপদাহের মধ্যে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা জুড়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের সময় সদরের গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ভুল্লী নদীতে আরিফুল ইসলাম, মনির ইসলামসহ পাঁচজন গোসল করতে নামে। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে আরিফুল ইসলাম ও মনিরের মৃত্যু হয়। এছাড়াও এই বজ্রপাতে ফারুক, ফরিদ ও গৃহবধূ ফজিলা বেগম আহত হন। আহতদের ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জেলার বালিয়াডাঙ্গী থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, বাড়ির বাইরে আতাউরসহ ৫-৬ জন মিলে বসে ছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে আতাউর, রুমান, রানা, সাকিবুল, ফয়সাল আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হয়। হাসপাতালে নেওয়ার সময় আতাউরের মৃত্যু হয়। অপরদিকে, উদয়পুরে মাঠে গরু আনতে নিয়ে বজ্রপাতে আহত হন গৃহবধূ মঞ্জুয়ারা। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]