হিলিতে হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০
হিলিতে হত্যা মামলার আসামি গ্রেফতার
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর হিলি পৌরসভার সাবেক পৌর মেয়রের বাড়িতে দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সুরুজ আলীকে (৪০) গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।


২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোর রাতে গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।


হত্যা মামলায় গ্রেফতারকৃত সুরুজ আলী পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজপাড়া) এলাকার আশরাফ আলীর ছেলে। সুরুজ আলী পৌর আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।


তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পৌরসভার সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ওই বাড়ি থেকে পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া গ্রামের আসাদুজ্জামান (সূর্য) ও পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার নাইম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় গত ১৯ আগস্ট আসাদুজ্জামান সূর্য এর বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে ২৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৯০-১০০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।


পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য আদালতে কবর থেকে লাশ উত্তোলনের আবেদন করলে ঘটনার ৩৫ দিন পরে আদালতের নির্দেশনা মোতাবেক কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার কার্যক্রম চলমান রয়েছে।


তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত অফিসার এসআই আরিফ হোসেন ও সঙ্গীয় ফোর্স আজ ভোর রাতে এই মামলার ১৯ নং আসামি সুরুজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। পরে দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com