
কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার চিলমারী।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার।
বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ মানববন্ধনে অংশনেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আ. হালিম, অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম, প্রধান শিক্ষক তসবিরুল হক, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার (ভার.) নিকট প্রদান করেন।
মানববন্ধন চলাকালীন শিক্ষকরা বিভিন্ন দাবির প্লেকার্ড হাতে নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন বক্তারা।
বিবার্তা/রাফি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]