
পঞ্চগড়ে আরিফুর রহমান আরিফের হত্যার বিচার ও তার পরিবারে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
২২ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত জেলা শহরের শেরে বাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন পঞ্চগড়ের সাধারণ জনগণ ।
শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে পঞ্চগড়ে কাদিয়ানীদের সালনা জলসা বন্ধ করতে হবে। তাদের দায়েরকৃত হয়রানি মামলা প্রত্যাহার করতে হবে।
গত বছরের ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে আইনশৃংখলা বাহিনীর সাথে খতমে নবুওয়ত সমর্থক মুসুল্লিদের সংঘর্ষ হয়। এ সময় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় আরিফুর রহমান গোলাগুলিতে মারা যান। এ ঘটনার প্রায় তিন মাস পর (৪ জুন) সদর থানার উপ পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দাফনের চার মাস ৭ দিন পর বিজ্ঞ আদালতের আদেশে ১০ জুলাই মরদেহ উত্তোলন করা হয়। এরপর ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় থেমে যায় আরিফ হত্যার বিচারকাজ।
মানববন্ধনে তারা আরও বলেন, নতুন করে দেশ স্বাধীন হয়েছে । অবশ্যই আরিফের পরিবার সঠিক বিচার পাবেন এবং পরিবারকে পুনর্বাসন করবেন বলে দাবি বরেন বক্তারা।সঠিক বিচারের যদি ব্যতয় হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়া্রি প্রদান করেন তারা।
এসময় নিহত আরিফের পরিবারের সদস্য, আহত পরিবারের সদস্য, আরিফ স্মৃতি পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]