
দিনাজপুরের হাকিমপুর হিলি চুড়িপট্টি এলাকা থেকে শাওন হোসেন ( ৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হাকিমপুর হিলি পৌর শহরের চুড়িপট্রি মোড় নামক স্থানে বন্ধ দোকানের বারান্দায় পরে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।
নিহত ব্যক্তি হলেন পার্বতীপুর থানার পুরাতন বাজার এলাকার রবিউল আলম ফটিকের ছেলে শাওন হোসেন।
হাকিমপুর থানা তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের মারফতি জানতে পারি চুড়িপট্রি এলাকায় একটি লাশ পড়ে আছে। ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করা হয়। খোঁজ খবর নিয়ে জানতে পারি নিহত ব্যাক্তির নাম শাওন তার বাড়ি পার্বতীপুর থানা। শাওন প্রতিদিন হিলির চুড়িপট্রি এলাকায় নেশা করতে আসত। আজকেও বন্ধুসহ সে নেশা করতে আসে। হঠাৎ করে শাওন মাথা ঘুরে পড়ে যায়। ওই সময় তার মৃত্যু হয় ।
তিনি আরো বলেন, শাওনের বাড়ির লোকজনের সাথে কথা বলা হয়েছে। তার পরিবারের লোকজন থানাতে আসছে। তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]