
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়ার বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ প্রমানিক শনিবার ( ২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাসায় দুবৃর্ত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্র প্রমানিকের ছেলে সোনালী ব্যাংক কর্মকর্তা সুজন কুমার প্রমানিক জানিয়েছে, তার বাবাকে দুবৃর্ত্তরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে।
তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তার অবস্থা মুমূর্ষু বলে জানা গেছে।
তবে হত্যার উদ্দেশ্য না ডাকাতির ঘটনা এ নিয়ে চলছে জনমনে নানা প্রশ্ন । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]