
গণতন্ত্র পুনরুদ্ধার, দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণকে পাশে নিয়ে রাজপথে থেকে বিএনপি সকল ষড়যন্ত্র ও অপকর্মের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজ বাসভবনে দিনাজপুর-৬ আসনের চার থানা (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট) বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
সভার শুরুতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান ডা. এ জেড এম জাহিদ বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় চার থানার বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে।
তারেক রহমান কবে দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন থেকে এই দেশের মানুষের সাথে আমাদের নেতা তারেক রহমান যুক্ত ছিলেন, আছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তিনি দেশে ফিরবেন বলে আশাবাদী।
সভায় জেলা বিএনপির নেতা আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রববানী/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]