
দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি- রফতানিকারক গ্রুপের নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দরের চারমাথা মোড়ে আমদানি রফতানি কারক গ্রুপের নিজস্ব কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির ২৩ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ শেষে নতুন সদস্যদের পরিচিতি পর্ব শেষ করা হয়।
পরে নবনির্বাচিত সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী তার বক্তব্য বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি বাড়ানোর বিষয়ে সবার পরামর্শে আগামীতে কাজ করা হবে। বন্দরের আমদানি রফতানি বাণিজ্য গতি বৃদ্ধির লক্ষ্য উপস্থিত ব্যবসায়ীদের পরামর্শ চান তিনি।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সংগঠন এর নিজস্ব কার্যালয়ে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের ২৩ সদস্যের পূর্নাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে হাকিমপুর হিলি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মামুনুর রশিদ লেবু, সহ সভাপতি সামসুল হক নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বন্দর বিষয়ক সম্পাদক কাইছার রহমান, কোষাধ্যক্ষ রেজাউল করিম, দপ্তর সম্পাদক এ কে এম আসাদুজ্জামান তুহিন, প্রচার সম্পাদক নুর আলম হক খোকন, তথ্য গবেষণা সম্পাদক শ্রী ললিত কুমার কেসেরা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী দিনেশ পোদ্দার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক বাবলুর রহমান।
কমিটির কার্যকরি সদস্যরা হলেন, শাহিনুর ইসলাম, ফেরদৌস রহমান, মনোয়ারা হোসেন চৌধুরী, মাহফুজার রহমান বাবু, হযরত আলী সরদার, মোজাম্মেল হক, মোস্তাফিজুর রহমান দুদু, নুর আলম বাবু, শরিফুল ইসলাম ও আবুল বাশার।
এছাড়াও কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, আব্দুল হাকিম মন্ডল, শ্রী গনেশ প্রসাদ সাহা, নবিবুল ইসলাম, সেলিম রেজা মন্ডল ও সাইফুল ইসলাম।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]