ক্যান্সারে আক্রান্ত হিলির লোকমান সকলের সহযোগিতায় বাঁচতে চায়
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩
ক্যান্সারে আক্রান্ত হিলির লোকমান সকলের সহযোগিতায় বাঁচতে চায়
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্যান্সার রোগে আক্রান্ত ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রেতা লোকমান হাকিম (৪৫) অন্তর্বতী সরকারসহ সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায় তিনি। সে দিনাজপুরের হিলি হাকিমপুর পৌরসভার ধরেন্দা গ্রামের মৃত সবের আলী মোল্ল্যার ছেলে। ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রি করতেন লোকমান হাকিম। ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রি করা উপার্জনও বন্ধ হয়ে গেছে।


ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রেতা লোকমান হাকিম এর গলায় প্রায় এক বছর আগে একটি টিউমার দেখা দেয়। পরবর্তীতে টিউমারটি বড় হতে থাকে।এই অবস্থায় তিনি রংপুর তালুকদার হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারের স্মারণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে টিউমারটি অপারেশন করেন। অপারেশন করার ১৩ দিন পর রিপোর্ট আসে তার গলার টিউমারটির স্থানে ক্যান্সার ধরা পড়েছে। কিন্ত অর্থের অভাবে তিনি চিকিৎসা নিতে পারছেন না। তিনি দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। খুব দ্রæত উন্নতচিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।


লোকমান হাকিম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি ৩ সন্তানের জনক। অপারেশন করার পর থেকে প্রতি মাসে ঔষধ বাবদ খরচ লাগে প্রায় ১৫ হাজার টাকা। কিন্ত অপারেশন করার পর তার প্রতি মাসে ঔষধ কিনারও টাকা নেই। প্রতিমাসে এত টাকা জোগাড় করা পরিবারের পক্ষ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না লোকমান হাকিম।


রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৮/১০ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব।


লোকমান হাকিমকে বাঁচাতে তার স্ত্রীর অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠাসহ দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য-সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।


লোকমান হাকিম এর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্যে পাঠানো, যোগাযোগ, বিকাশ ও নগদ নাম্বার ০১৯৩৯২৪৭২৩১।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com