
'মোস্তফা জানে রহমত পে লাখো সালাম' এই স্লোগানকে সামনে নিয়ে পঞ্চগড়ে জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে একটি র্যালি ও ইজিবাইক শোভাযাত্রা বের করা হয়।
তেলিপাড়া নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মোজাদ্দেদিয়া খানকা শরিফের জাকেরবৃন্দ এবং দাওয়াতে ইসলাম পঞ্চগড় শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রাটি পঞ্চগড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শেরই বাংলা মুক্তমঞ্চে এসে শেষ হয়।
সেখানেই জলুসে মিলাদ দোয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এসময় খানকায়ে মোজাদ্দেদিয়া দরবার শরিফে শত শত জাকেরবৃন্দ, তেলিপাড়া নেছারিয়া মাদ্রাসার ছাত্র ও সাধারণ মানুষ সবুজ পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]