
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভেরভেরিহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ও স্থানীয় যুব সমাজের মাঝে একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর আগে বিজিবি'র এক মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি।
১৬ সেপ্টেম্বর, সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভেরভেরিহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি মতবিনিময় সভা ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিবির সেক্টর কমান্ডার উক্ত মতবিনিময় সভায় বলেন, যুবকরা হচ্ছে জাতির ভবিষ্যত। একটি সুস্থ যুব সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। খেলাধূলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার এবং নৈতিক শিক্ষার একটি শক্তিশালী মাধ্যম। মাদকাসক্তি সমাজের জন্য বড় হুমকি, যা তরুণদের জীবনের মানকে নষ্ট করে এবং পরিবার থেকে শুরু করে সমাজকেও ক্ষতিগ্রস্থ করে। এই ধরনের খেলার আয়োজন যুবকদের সঠিক পথে পরিচালিত করে, তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হয় এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।
সেক্টর কমান্ডার আরো বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধ করা বিজিবি’র একার পক্ষে কষ্টসাধ্য। এ ব্যাপারে সকলকে একযোগে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, গণমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজ মিলে সকলে এগিয়ে আসলেই সীমান্ত অনুপ্রবেশ শূন্যের কোঠায় নেমে আসবে এবং চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হবে। বিগত বছর গুলোতে যারা দূর্নীতি ও বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিলো তারা যেনো কোন ভাবেই সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
পরে বিজিবি সেক্টর কমান্ডার হিন্দু সম্প্রদায়ের স্থানীয় পূজা মন্ডপ পরিদর্শন এবং তাদের প্রতিনিধিগণের সাথে সাক্ষাত করেন এবং পূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলার খবর নেন।
তিনি বলেন, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটি ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে সমাজকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে সহায়তা করেছে। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং জাতি এখানে মিলেমিশে একসাথে বসবাস করে। এই সম্প্রীতি বজায় রাখতে হলে, আমাদের পরস্পরের প্রতি সম্মান, সহনশীলতা এবং সহযোগিতা দেখাতে হবে।
বিবার্তা/তমাল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]