
পঞ্চগড় জেলায় ভাদ্র মাসের শেষে ও আশ্বিনের শুরুতে বৃষ্টি আমন চাষিদের মনে স্বস্তি এনে দিয়েছে । অথচ চারদিন আগ পর্যন্ত কৃষকেরা প্রচণ্ড রোদের কারণে ভীষণ উৎকণ্ঠায় পড়েছিলেন । গত দুইদিনের বৃষ্টিতে সতেজতা ফিরেছে আমনক্ষেতে।
কৃষকরা বলছেন, গত দুইদিনের বৃষ্টি তাদের মনে স্বস্তি এনে দিয়েছে। বৃষ্টি না থাকায় প্রথমে ডিজেলচালিত শ্যালো মেশিনে দিয়ে সেচ দিতে হয়েছে। এতে বাড়তি খরচ করতে হয়েছে। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় ক্ষেতের মাটি ফেঁটে গিয়েছিল। ক্ষেতের ধানগাছ লালচে হয়ে যাচ্ছিল। ভালো ফলনের আশা ছেড়েই দিয়েছিলাম। তবে গত শুক্রবার রাত, শনিবার বিকেল ও রবিবার রাতে বৃষ্টি হওয়ায় সতেজতা ফিরেছে ক্ষেতে । স্বস্তি এসেছে আমনচাষিদের মনে। আমরা আগের তুলনায় আমনের বেশি ফলনের আশা করছি।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় গত অর্থবছরের থেকে ৩৫ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে।রোগবালাই পোকামাকড় দমনের পরামর্শ হিসেবে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং ছোট ছোট গ্রুপ করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিবার্তা /দোলন/জেনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]