কাজে ফিরেছে বন্ধ থাকা আরও ২৯ পোশাক কারখানার শ্রমিকরা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯
কাজে ফিরেছে বন্ধ থাকা আরও ২৯ পোশাক কারখানার শ্রমিকরা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ২১৯ কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) এসব কারখানার অধিকাংশই খুলে দেওয়া হয়েছে।


এবার বন্ধ থাকা আরও ২৯ পোশাক কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে এখনও ২০টি কারখানা বন্ধ রয়েছে। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।


১৫ সেপ্টেম্বর, রবিবার সকালে আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, আশুলিয়া-ডিইপিজেড আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুরে হা-মীম গ্রুপের পোশাক কারখানা চালু রয়েছে। এছাড়াও একই এলাকার শারমিন নামে বড় পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিশ্চিন্তপুরে নিউএইজসহ নাসা গ্রুপের সবকটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। তবে মদিনা ও পার্ল গার্মেন্টসসহ ২০টি পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে।


বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শনিবার বাংলাদেশ রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্তের পরও কয়েকটি পোশাক কারখানা মালিক পক্ষ বন্ধ রেখেছে। তবে অধিকাংশ কারখানা চালু রয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তবে শ্রমিকদের নামে মামলা দিয়ে কারখানা কর্তৃপক্ষের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ রাখা যৌক্তিক নয়। এক্ষেত্রে মালিক পক্ষকে শ্রমিকদের প্রতি আরও আন্তরিক হতে হবে বলে জানান তিনি।


শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ ১৮টি কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি অনেকাংশেই উন্নতির দিকে, শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছে।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com