
রাজধানীর ডেমরায় বাঁশেরপুল এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক নারী নিহত হয়েছেন।
১৫ সেপ্টেম্বর, রবিবার সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সারে আটটার দিকে ওই নারীকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আতিকুর রহমান জানান, আজ সকালের দিকে আমরা খবর পেয়ে ডেমরার বাঁশেরপুল এলাকায় যায়, সেখানে রাস্তার পাশে পড়েছিল ওই নারী, পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি বলেন, আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পারি ওই নারী বাঁশেরপুল এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় শনাক্ত করা যেতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]