
নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর, শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী সদর হাসপাতালে সামনে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে নার্সিং সংস্কার পরিষদ ও জেলার সকল নার্সিং শিক্ষক- শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী সরকারি নার্সিং ইনস্টিটিউট, বেসরকারি আইডিয়াল নার্সিং কলেজ, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, মডেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এর পদত্যাগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবি জানান।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]