
দিনাজপুরের পার্বতীপুরে উম্মে তাহমিনা রিনি (৩২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের গুলপাড়া মহল্লার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি রংপুরের সিও বাজার বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২০ দিন আগে পার্বতীপুরে কর্মরত এনজিওকর্মী আসাদের স্ত্রী পরিচয়ে গুলপাড়া মহল্লায় রুহুল আমীনের এক রুমের বাসা ভাড়া নেন ওই গৃহবধু। এর পর থেকে মাঝে মধ্যেই স্বামী স্ত্রী ওই বাড়িতে থাকতেন। প্রায় তাদের মধ্যে মনোমালিন্য হতো বলে জানান প্রতিবেশীরা। গতকাল রাতেও তাদের বাকবিতণ্ডা হয়। স্বামী আসাদ সকাল ৭ টার দিকে বাড়ি থেকে বের হলে অন্যান্য ভাড়াটে লোকজন রিনির কথা জিজ্ঞাসা করলে অসুস্থতার কারণে ঘুমাচ্ছে বলে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়।
স্থানীয়রা রুমে গিয়ে গলায় ফাঁস দেয়া শোয়ানো অবস্খায় তার মরদেহ দেখতে পান। স্থানীয়দের মতে, রিনিকে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী আসাদ তাকে হত্যা করেছে পালিয়েছে। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানাপুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এঘটনার পর থেকে মোবাইল ফোন বন্ধ করে গাঁ ঢাকা দিয়েছে আসাদ।
পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর খালেদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মামুন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]