
নেত্রকোণার দুর্গাপুরে ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি,সন্ত্রাস, নৈরাজ্য ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবার আহ্বান জানানো হয়েছে।
১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে এক মিছিল বের করা হয়। পরে তারা নানা শ্রেণিপেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবার আহ্বান জানাই আমরা।
সুসঙ্গ সরকারি কলেজ প্রাঙ্গণে এই সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ মাসুম বিল্লাহ, সদস্য সচিব আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নোমান আহমেদ, সুসং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুল তালুকদার, ছাত্রদলের গাওকান্দিয়া ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, চন্ডিগড় ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান আকাশসহ অনেকে।
বিবার্তা/পলাশ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]