
দিনাজপুরের খানসামা উপজেলায় শারদীয় দূর্গাপূজা-২০২৪ উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, খানসামা থানার ওসি (তদন্ত) মোতালেব ইসলাম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান ও সেক্রেটারি সামিউল ইসলাম, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায় সহ ছয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, খানসামা উপজেলার ধর্ম-দল নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে উপজেলার সকল পূজা মণদপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে । এসময় মণ্ডপ কমিটির নেতৃবৃন্দদের নির্ভয়ে, নিঃসংকোচে পূজা উদযাপন করার আহ্বান জানান বক্তারা।
ইউএনও মো.তাজ উদ্দিন বলেন, নির্বিঘ্নে যেন সবাই পূজা উদযাপন করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বর্তমান সরকারকে সহযোগিতা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সুশৃঙ্খল ও সজাগ আছে। যেকোনো পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
উল্লেখ্য, এবছর খানসামা উপজেলায় ১৩৫ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]