নারায়ণপুরে নিখোঁজ শিশুর লাশ মিলল চিলমারীতে
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭
নারায়ণপুরে নিখোঁজ শিশুর লাশ মিলল চিলমারীতে
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে ভেসে এসেছে ৫০ কিলোমিটার উজানের নাগেশ্বরীর নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চার শিশুর মধ্যে একজনের লাশ। এখন পর্যন্ত উদ্ধার হওয়া তৃতীয় শিশুর মরদেহ বলে জানা গেছে।


কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় শিশুটির পরিচয় শনাক্ত করেছেন। নিহত ওই শিশুর নাম জুয়েল মিয়া (৮)। সে কচাকাটা থানার বাঘমারা এলাকার আলম মিয়ার ছেলে।


১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় জুয়েলের লাশ ভেসে আসে।


জানা গেছে, সকালে ব্রহ্মপুত্রের পাড়ে লাশ ভেসে আসতে দেখলে স্থানীয়রা নদ থেকে লাশ উদ্ধার করে প্রশাসনকে অবগত করেন৷


ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, কচাকাটার ওসি ফোন দিয়েছিল তার এলাকার লাশ। সে নৌকা পাঠিয়েছে লাশটা নিয়ে যাবে।


উল্লেখ, গতকাল বুধবার দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে।


বিবার্তা/রাফি/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com