
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ রয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ছুটির পর নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা।
তারা হলো, উপজেলার নারায়ণপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)।
তারা স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে জুয়েল চতুর্থ শ্রেণি ও বাকি তিনজন প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, দুপুরে স্কুল ছুটির পর তারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকি চারজন স্রোতের টানে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, নদে গোসলে নেমে চার শিশু নিখোঁজের খবর পেয়েছি। সকালে ডুবুরি দল আসার কথা রয়েছে।
বিবার্তা/বিপ্লব/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]