
কুড়িগ্রামের চিলমারীতে ষাটোর্ধ্ব নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা রেজাউল করিম ও তার অনুগত ইসমাইল গংয়ের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয়দের হামলা করেন রেজাউল করিম ও তার অনুসারীরা। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।
১১ সেপ্টেম্বর, বুধবার দুপুরে মানববন্ধন শেষে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড়ে ফেরা পথে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৫), সিদ্দিকুল ইসলাম (৪৪), দেলোয়ার হোসন (৫৩), ছকিনা বেগম (৬৫)। অপর পক্ষ ইদ্রিস আলী (৫০) ও ইয়ার আলী (৫০)। উভয়েই চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার বিবরণ ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতা রেজাউল করিম ও তার অনুসারীরা অতর্কিতভাবে হামলা করেছে। এঘটনাকে ঘিরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে রেজাউলের বাড়িতে হামলা করেছে।
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম বলেন, অতর্কিত হামলার বিষয়টি মিথ্যা। বরং তারা ষড়যন্ত্রভাবে আমার বাড়িঘর ভেঙে দিয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন বলেন, বিষয়টি শুনেছি, সভাপতির সঙ্গে কথা বলে জানানো হবে।
ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/রাফি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]