মধ্যপাড়া খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৩
মধ্যপাড়া খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকেরা।


বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে খনির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।


জানা গেছে, দীর্ঘদিন যাবৎ খনির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে বেলারুশ ভিত্তিক প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। এর অধীনে কর্মরত শ্রমিকদের বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে নানা অভিযোগ করেন সংশ্লিষ্ট খনি শ্রমিকেরা।


এরই অংশ হিসেবে সম্প্রতি বেতন ভাতা দেয়াসহ ৫ দফা দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় । আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যে শ্রমিকদের দাবি মেনে খনি কর্তৃপক্ষ সংকট নিরসনের আশ্বাস দিলে কাজে ফেরেন শ্রমিকরা।


এরই মধ্যে কোন প্রকার ঘোষণা ছাড়াই বুধবার সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সকাল ৭ টার দিকে খনির প্রধান ফটকের সামনে গেলে উৎপাদন কার্যক্রম বন্ধের বিষয়টি তাদের অবগত করেন সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা । এসময় ঘটনাস্থলে উত্তেজিত শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে এর প্রতিবাদ জানায়।


খনি শ্রমিক মো. নুরুজ্জামান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মাটির ১২০০ ফিট নিচে আমরা কাজ করি। আমাদের বেতনভাতা কম। সেই টাকাও নিয়মিত পাইনা আমরা। দ্রুত ৫ দফা দাবি আদায় ও খনির উৎপাদন কার্যক্রম চালু করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।


এ বিষয়ে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান ও ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রোষ্ট কনসোর্টিয়াম ( জিটিসি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।


বিবার্তা/মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com