
'গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ইসলামি ব্যাংক উপ-শাখার গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হিলি স্থলবন্দরের সিপি রোডে হিলি উপ-শাখা কার্যালয়ে এই গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত হয়।
হিলি উপ-শাখার ইনচার্জ মো. আনারুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন হিলি উপ-শাখার সিনিয়র অফিসার আব্দুল ওয়াহেদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের ওলামা শাখার সেক্রেটারি মাওলানা মো. তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, বিশিষ্ট আমদানি-রপ্তানি কারক মো. শহীদুল ইসলাম, মো. সেলিম উদ্দিনসহ আরো অনেকে।
ব্যাংক সূত্র জানায়, চলতি ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রাহক সেবা চলবে।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]