
আদালতের নির্দেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সৃর্যের লাশ ১ মাস ৫ দিন পর সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ডাঙ্গাপাড়া কবর স্থান থেকে সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন ও পুলিশের উপস্থিতিতে আসাদুজ্জামান সৃর্যের লাশ উত্তোলন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসাদুজ্জামান সূর্য হাকিমপুর হিলি পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার সৃর্য ও পার্শ্ববর্তী পাঁচবিবি থানার নাইম নামে দুই জনের আগুনে পোড়া লাশ হাকিমপুর হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তর বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়না তদন্ত ছাড়ায় সূর্য ও নাঈম এর লাশ দাফন করেন তার পরিবার।
পরবর্তীতে চলতি বছরের গত ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় সৃর্যের ভাই সুজন (২৮) বাদী হয়ে সাবেক মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ২৩ নাম উল্লেখ করে ও অপরিচিত ৯০-১০০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। হাকিমপুর থানা মামলা নং ০৭।
তিনি আরও বলেন, মামলার তদন্তের স্বার্থে সুরতহাল রিপোর্ট ও লাশের ময়না তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করে। আদালত সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সৃর্যের লাশ উত্তোলন করার নির্দেশ দেন। তাঁর উপস্থিতিতে আজ কবর থেকে লাশ উত্তলন করে সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]