
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা সহায়তার আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজ সেবা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই শিক্ষা সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজেলা চেয়ারম্যান রুপলাল টপ্প্যসহ আরও অনেকে।
এসময় উপকারভোগী একজন শিক্ষার্থী বলেন, সরকারি যে অনুদান পেলাম তা আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। সরকারের এই উদ্যোগে আমরা স্বাগত জানাই।
উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুদ রানা বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ১১৩ জন শিক্ষার্থীকে প্রতিজন ২০৬১ টাকা সর্বমোট ২ লক্ষ ৩৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]