
চুয়াডাঙ্গা জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
৯ সেপ্টেম্বর, সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
এসময় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানো ও সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন। এছাড়া চুয়াডাঙ্গার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা।
নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, সকলের সহযোগিতা ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে কাজ করা অনেক কঠিন। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে (বিপিএম-সেবা) ভূষিত হন।
বিবার্তা/আসিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]