দুর্গাপুরে উদীচীর জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালিত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০২
দুর্গাপুরে উদীচীর জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার দুর্গাপুরে জাতীয় সংগীত পরিবেশন করেছেন উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা সংসদ।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই কর্মসূচি পালন করেন।


কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের সভাপতি শামসুল আলম খান,সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য সাদিয়া সুলতানা পান্না,উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ,সাংগঠনিক সম্পাদক জীবন ফেরদৌস ওয়াহিদ সহ গণসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় সংগীত নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে সারাদেশে ন্যায় দুর্গাপুরেও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই আমাদের একত্রিত হতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব হবে না ।


বিবার্তা/পলাশ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com