
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দু'জন নিহত হয়েছেন।
১ সেপ্টেম্বর, রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন– ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুর রহমানের ছেলে সারওয়ার আলম (৫১) ও রাজবাড়ী জেলার পাংশা থানার আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ জাওয়ারদার (২২)।
জানা গেছে, সারওয়ার পাওয়ার প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইনচার্জ এবং রাশেদ সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বলেন, শনিবার রাতে চুরি করে পালানোর চেষ্টাকালে দুজনকে বাঁধা দেন ভুক্তভোগীরা। এসময় অভিযুক্তরা ভুক্তভোগীদের ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]