
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকায় শনিবার (২৪ মে) সকালে বিদ্যুৎস্পর্শে মো. লিটন মিয়া নামে (৩০) এক বিদ্যুৎমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহত লিটন ওই এলাকার লব মিয়ার ছেলে। পাশের বাড়িতে কাজ করার সময় বিদ্যুতস্পর্শ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক মো.শাকিল ওই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, শুনেছি সুলতানপুর রাধিকায় সকালে একজন বিদ্যুৎমিস্ত্রী পাশের বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। এব্যাপারে পারিবারিক ভাবে কেউ জানাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা নেওয়া হবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]